প্রেম হারালো তার আশ্রয়, বেঁচে থাকার ভয়,
তোমার মতো প্রেমিক যেন, হলো মৃত্যুঞ্জয়।
আবেগ প্রবণ প্রেমিকের মন,তারার মাঝে খোঁজে,
হঠাৎ করে নিথর হয়ে, প্রদীপেও ভুল বোঝে।
পরিণতি আজ হার মানালো,বিশ্বাসের বাঁধনেরে,
ছাড়িয়ে হিসেব,তুমি মেমসাহেব চলে গেলে সব ছেড়ে।
বাসনা গুলো মন পিঞ্জিরায়,হঠাৎ হল নিথর,
এ প্রেমময় জগৎটা আজ, লাগে যে বড় পর।
অশ্রু যেন মন কাটিয়ে,বাস্তবতায় চলে,
গ্রীষ্মের নদীতে,বর্ষা এসে জমেছে ফাটলে।
ঠগের মতো ঠকিয়ে আমায়,সর্বস্ব নিয়ে গেলে,
এমন হিসেব জানলে,আমিও যেতাম চলে।
কী বলি আর তোমায় নিয়ে, সবই তো হল সাঙ্গ,
আমার মতো আমায় রেখে, আজ তুমিও নিঃসঙ্গ।
যেখানেই থাকো ভালো থেকো,স্বপ্নের নীলপরী,
তবে;এবার যেন দেখা হলে,না থাকে তাড়াতাড়ি।