আজও তোমায় মনে পড়ে, কিন্তু ছবিটা ক্রমশ আবছা,
বারণ গুলো ডানা মেলে উড়তে চাই, তবু যেন বন্দী খাঁচা।
নিজের মতো সাজিয়ে গুছিয়ে, আজ করেছ আমায় এলোমেলো,
সোকেসে থাকাটা এখন অভ্যাস, প্রাণটা কোথায় উবে গেল।
বলিনি তাতে খারাপ আছি, শুধু পাল্টেছি কিছু অভ্যাস,
সকাল বিকেল তোমায় দেখা ইচ্ছা হলেও,পায় সীমার আভাস।
ভালো থাকাটা এখন শিখেগেছি, কল্পনায় পড়েছে দাঁড়ি।
বাস্তব নিয়ে এতটাই মশগুল,বুঝেছি দাড়াতে হবে তাড়াতাড়ি।
হঠাৎ যদি কোনোদিন দেখা,হয়তো আবার হবো বোকা বোকা,
অট্ট হেসে বলবো তোমায়, আমি এতেই ভালো আছি;একা।
তবে ভেবো না আবার ফিরতে বলবো,আবেগে পড়াবো শিকল,
তোমার মতো তুমি থাকতে পারো,হৃদয় যতই হোক চঞ্চল।
যদিও জানি তুমি সামনে এলেই,ধূলো পড়া ডায়েরিও পাবে ফিরে প্রাণ,
আবার হয়তো নতুন করে চলবে পেন,পাতায় পাতায় উদ্ভাসিত তব ঘ্রাণ।
হয়তো পুরোনো শব্দ গুলো আবার হবে স্পষ্ট, কিন্তু ভাবটা হবে অধরা,
সম্পূর্ণতা তাতেই খুঁজে,ডায়েরি হবে বন্ধ,আবার কোনোদিন হবে পড়া।