তার ভালোবাসা আজ দূরে গিয়েছে, পায়নি নাকি চাকরি তাই,
চলার পথটা কঠিন হবে জানা ছিল,জানা ছিল না বদলে যাবে কারণটাই।
আশা আকাঙ্ক্ষার ভিড়ে,স্বপ্নের তৈরী নীড়ে,যখন আমি বিভোর,
হাতটা তখন সাহস যোগায়,রাতটা পেরোলেই আমাদেরই হবে ভোর।
কিন্তু হঠাৎ দমকা হাওয়ায় নাড়িয়ে দিয়ে সব ,বদলে দিলো বরাত।
স্বপ্ন রইল স্বপ্নই,প্রভাত আশার সন্ধিক্ষণে দাড়িয়েও,কাটলো না সে রাত।
নেশাই ডুবলো মনটা আমার,এ নেশা মদের নয়,এ নেশা অবিশ্বাসের,
চারিদিকে যেন ঘিরেছে আমায় অন্ধকারে,রবীন্দ্র সঙ্গীতও যেন তীব্র বিষাদের।
পাশের মানুষ গুলো করছে,পাশে থাকার অভিনয়,আমরা তো আছি, কিসের ভয়?
নিজেকে একলা রেখে ঘরে,ফেলেছি মুড়ে সংকীর্ণতার চাঁদরে,আমি বলতে আমি নয়।
সঙ্গে সাময়িক ভাবে ভেঙে পড়া শিরদাঁড়া নিয়ে বাকি জীবনটা বাঁচার আফসোস,
এমন তীব্র বিষাদ নিয়ে বাঁচতে হবে ভেবে,মৃত্যুর সাথে বন্ধুত্ব বাড়তে থাকে,বাঁচাটাই হয় দোষ।
অনেক বছর কেটে গেছে, মেয়েটা আজ আর নেয় না খোঁজ,হয়তো ভীষণ আছে ভালো,
এখন আমি ফুটপাতে,পাশে থাকার অঙ্গীকার নিয়ে কোথায় হারিয়ে গেল ?