আমাদের গল্পগুলো, দীর্ঘ সময় পথ চলল,
ভাঙা-গড়া নিয়ে,
একার দোষেও শাস্তি নিতাম, হাতটা ছেড়েও হাত ধরতাম,
ডাকতে তুমি প্রিয়ে।
সময় চক্রে আজ হয়তো ভেঙেছে মন, হয়তো কেন,
সত্যি চলে গেছো দূরে,
এখন বাঁশির ভিতর জমেছে ঝুল, পড়েছে ধূলো,
জানি, বাজবে না আর সেই সুরে।
যেদিন প্রথম দেখেছি তোমায় সেদিনই,
হ্যা সেদিনই চেয়েছি পেতে।
তখন প্রেম মানে অতো বুঝতাম না, শুধু;
অযথা চাইতাম তোমায় দেখতে।
কত স্বপ্ন দেখেছি; দুজনে বসে আছি
জোৎস্নায় মোড়া বালুচরে,
চাঁদের আলোয় অগোছালো তব কেশ,
যেন বালুকণায় মুক্ত ঝরে।
তবে ,সেকাল- একালে বিস্তর ফারাক
অনেকটা জল গড়িয়েছে নদী দিয়ে,
প্লাবনভূমিও বহুবার প্লাবিত হয়েছে,
তবু তো যায়নি মিলিয়ে।
এখনও সেই চাহনি, আমায় বার বার ফেলে প্রেমে,
গলার স্বর পেলে শিউড়ে ওঠে গা,
জানি,আত্মার এতেই আত্মতৃপ্তি,শরীর ভোলে ক্লান্তি,
তবু পিছিয়েছি পা।
কত যে বিনিদ্র রজনী এভাবেই হয়েছে পার,
আর কী বা আছে চাওয়ার ?
শরীরটা তো সত্যি বাজারে বিক্রি হয়, কিন্তু
তুমি আমার অলংকার।