ভালোবাসাটাকে তুমি মেপেছো দাঁড়িপাল্লায়,
আমি কতটা দোষী,তোমার কতটা দোষ নেই।
আমি চারদিন কথা বলিনি,রাগের কারণে,
তুমি আজীবন রেখেছো তা,মনে স্মরণে।
আমি তোমার মতো করে হয়তো ভাবিনি সম্পর্কটা নিয়ে,
হয়তো আমি তোমার মতো করে,চোখ মুছিনি কাপড় দিয়ে।
হয়তো আমি পুরুষ বলে মনে হয়,আমার অনুভূতি নেই,
মনে হতেই পারে,অবলীলায় খেলেছি তোমার সাথে মন দিয়েই।
পূর্ণ সমর্পণ,মনে হতেই পারে ক্ষণিকের ভালোলাগা,
তোমার হাত ধরে দাঁড়িয়ে থাকা,হয়তো বা হঠাৎ প্রেম জাগা।
বক্ষ মাঝে জড়িয়ে ধরে,বাহুডোরে চেয়েছি তোমায় বাঁধতে,
মনে হতেই পারে,চেয়েছি লোক দেখানো কাব্যিক মন সাধতে।
তোমাকে একবার দেখার ইচ্ছেটা,মনে হতেই পারে নিষ্প্রাণ,
তবে তোমায় দেখে,উৎসাহিত মুখমণ্ডল,নয়কো মিথ্যে ভান।
তোমার জন্য পথ চেয়ে থাকা,হয়তো নয় অস্বাভাবিক কিছু,
কিন্তু রেলফটক পার হতে পারবে জেনেও,চিন্তায় নেয় পিছু।
পুরোনো স্মৃতি গুলো তোমায় হয়তো বা আর ভাবায় না,
কিন্তু আমার কাছে স্মৃতিগুলো আজও খুব চেনা।
সব ছেড়ে যাওয়া যদি হয়, তোমার ইচ্ছার প্রকাশ,
হয়তো আজীবন শান্তি দিই নি,তবে আর নাহি রব জীবন্ত লাশ।
বর্তমান অভিব্যক্তি, হয়তো তব মম হতে প্রাপ্তির প্রতিচ্ছবি,
আপত্তি নেই,তবে শুধু বিপদের মুহূর্তে পাশে থাকার রাখি দাবী।