অপেক্ষার আক্ষেপ নেই,আছে স্রষ্টার প্রতি অভিমান,
চলতে চলতে পড়তেই পারি,হারাবো কি স্বাভিমান  ?
সকলের মতো তাড়াতাড়ি চলতে পারি না,তাই কি হেরেছি আমি?
সেই কাওকে না কাওকে হারিয়েই সমাজের চোখে হতে হবে দামি।
সেই,হারিয়ে যাওয়ার ভিড়ে,নিজেকে খুঁজে পেতে; পেতে হবে নম্বর,
তারপর রোজগারের দর কষাকষিতে,দিনে দিনে কমবে গলার স্বর।
বছর বছর এভাবেই পেরোবে,টাকার দিকেই ফোকাস সব
ভালো থাকার কাজ না, ভালো টাকার কাজই আসল জব।
প্যান্ট সার্ট তো পড়তে শিখেছি,দশ- পনেরো হাজারের বেতনে,
ওটা আমার চয়েস নয়, কিন্তু প্রতিবেশীরা এখন ওই ভাবেই চেনে।
কথাও এখন কম বলছি,সবই তো এখন টার্গেট নির্ভর,
কাজের বাইরেও, এখন কাজ খুঁজছি,অফিস এখন নিজের ঘর।
সফলতার মানেই এখনও বুঝিনি আমি, যা পেয়েছি ? না যা পাব?
না মানসিক বিষাদে, আর্থিক আনুকূল্যে সফলতা হাতরাবো।