বৃষ্টি আসে রোজ, ভেজে বন্ধ চোখ
কোথাও আলো নেই
দু নৌকায় একসাথে চলা যায়।
মানুষ ক্ষুদার পেছনে না স্বপ্নের পেছনে
অবিরাম ছুটে মরে, বোঝা যায় না।
আরেকটা সত্যি হল, সবটাই মিথ্যে।
আমরা মিথ্যে বলতে জানি, অভিনয় পারি;
পায়ের নিচে বিশাল একটা শূন্য
যার শুরু শেষ এখনও অনাবিষ্কৃত।
ভয় হয়, অবসাদ হয়, তবে তা দেখেও
এইখানে কেউ পালিয়ে যায় না।
হয়তো এটাকে বলে নিয়তি, কিংবা সাহস!
পৃথিবী যখন ধ্বংসের সাথে খেলা করে,
মানুষ তখন বাঁচতে শিখে যায়।
এটাই চিরন্তন আর আশ্চর্য।
তাই, ভালো থেকো মানুষ।