দরজার ওই পারে,
আছে এক বিশাল জগৎ।
মুক্তি আছে, সুখ আছে, প্রেম আছে,
তোমার বিশ্বাসের গন্ডি পেরিয়ে
আছে এক স্বাধীনতা,
সেখানে আকাশ নীল।
আরও কি চাও বর্ণনা তার ?
তবে আগে চিনতে শেখো হৃদয় আমার।


দরজার ওই পারে
নেই কোনো কাল,
দুঃখের নেই কোনো স্থায়ী অবসান।
তবু চলে স্বপ্ন বোনা,
অন্ধকারের জরায়ু চিরে আলোর সন্ধান।
বাস্তব ঘিরে যে জ্ঞানের পরিধি
তার অল্পেতেই আছে পরিপূর্ণতা,
আর তুমি?
তুমিতো আমার থেকে এখানে আলাদা।


ভেবে দেখো আরও একবার,
যদি পারো বুঝতে হৃদয় আমার...
বিভেদের বেড়াজাল ছিঁড়ে ফেলে
পাড়ি দিয়ে দেখো অজানার পথে,
তুমিও পেতেই পারো এক অনন্য জগৎ,
দরজার ওই পারে।