ছায়ানিকা ওই তার তারাপথ ভেসে যায়
কালো চুলে রোদ রঙ লুকোনোর বাহানায়
মেঘেদের পাঠশালা ঘুম চোখ আড়ালে
সুখসারি হাসি তার দুই হাত বাড়ালে।
বইয়ে ঠাসা বারান্দা, প্রেমিকের চিঠিতে
ইমনের রাগ লাগে দ্বিপ্রহর বাঁশিতে
মন তার আসমানী, দরিয়ার কিনারে
প্রজাপতি বাহারি রামধনু মিনারে।
ছায়ানিকা তার সাথে সময়ের নদী পার
বিকেলের পেন্সিল আজগুবি কবিতার
পাওয়া যায় তাকে শুধু রাত্রের আকাশে
কল্পনা ছোটে তাই, বাস্তবে নেই সে ।