আমাদের দেখা হয় না হাজার কোটি বছর
আজও আমি অনুভব করি তোমার সেই আচর
বাতাসে আজও ভেসে বেড়ায় তোমার শরীরের গ্রাণ
তুমি ছাড়া আমি এক হৃদপিণ্ড হীন  প্রাণ  
কোন দিন কি হবে না দেখা আগের মতো সেই মাঠে
মনে মাঝে পোষন করে আশা কতো আঁকা
একদিন হঠাৎ  করে আমাদের হবে দেখা
তারপর আমরা বলবো কবে হয়েছিল আমাদের শেষ দেখা
হয়তো বলবে তুমি বাদ দাও না এইসব কথা
বিকেল বেলা হাত ধরে আমরা হাঁটবো ওই মাঠে
তারপর তোমার জন্য শাড়ি আনতে যাবো হাটে
তখন আমার হলো হোঁশ
       আজে বাজে বলছি কি
মৃদু হেসে আবার বলবো  
         মানুষ কল্পনাতে কত সুখী