নীলিমার খণ্ডসাগরের বুক চিরে যাই  
নিঃসঙ্গে আমি নৌকাতে পাহাড়ি বাতাস খাই  
আমি আমাকে শুনাই  আমার গান একাই
চারদিকে আনন্দের কোন কমতি নাই
অতচ আমার আনন্দের ঢল নাই  
চারিদিকে বন্ধু-বান্ধবের অভাব নাই  
তবে কেন আমি নিঃসঙ্গ ।
হয়তো আমি মানুষ নই
মানুষ হলে মনে আনন্দ থাকতো
কবিতা শোনানোর মানুষ থাকতো  
আমাকে দেখার লোক থাকতো
একসাথে ছবি তোলার প্রিয়জন থাকত
এখন অবাধ্য চোখ আটকায় না প্রকৃতিতে
আটকায় না কারো কোমলতার হাসিতে  
আর আটখায় না  কোন কাব্য কথা তে
এখন আমি অবশ মানে ডুবে আছি প্রচুর স্বপ্নতে
স্বপ্ন আমার পূরণ হলে
আসবো আবার লালাখালে🌸🌸