মনে পরে কি সেই ছোটবেলার কথা
যখন ঘুমাতাম  মার কোলে রেখে মাথা
সকালে ঘুম থেকে উটেই শুরু হতো কতো খেলা
তখনকার জীবনটাই ছিল আনন্দের মেলা
মা বলতো ওরে বাবা খেয়ে যা এখন
মার যে আদর টা বুঝতাম না তখন
সকাল দুপুর পেরিয়ে যখন বিকালটা হতো
খেলার জন্য বন্ধুরা সব আমায় এসে ডাকতো
মা তখন বসিয়ে রাখতো বই হাতে দিয়ে
তখন আমি বাহানা করতাম কতো কি নিয়ে
হাজারো বাহানায় কখনো কাজ হতো না মার কাছে
এমন সময় মা বলতো একটা উপায় আছে
আমি টিকই বুঝতাম মা কি বলবে এখন
আমি সরাসরি অংকের বই নিয়ে অংক শেষ করতাম তখন
অংক করা শেষ হলো বন্ধুদের নিয়ে খেলাও হলো
যখনই ফিরতে দেরি হলো মা আসতো ছুটে
তখন আমি বসে ভাবতাম মা এতো হিংসুটে
রাত যখন গভীর হয় ঘুম পাড়াতো কৈশলে
তখন টিকই ঘুমিয়ে পরতাম মাথা রেখে মার কোলে
মনে পরে কি সেই ছোট্ট বেলার কথা
যখন ঘুমাতে মার কোলে রেখে মাথা