এসেছে আষাঢ় , এসেছে শ্রাবণ
সাথে এসেছে বর্ষণ ।
গুরু গুরু রব মেঘের আগম
শোনা যায় গর্জন ।


বিদ্যুতের আভা চমকিয়া ওঠে
বাজ পরে ঘন ঘন ।
শানিত ধারায় বর্ষণ হয়
বাতাস বয় শন শন ।


আঁধার ঘনায়ে কালো মেঘে ঢাকে
নির্মল নীল শূন্য ।
চারিদিকে জল করে ছল ছল
মাঠ ঘাট পরিপূর্ণ ।


বর্ষার আগমনে ময়ূর- ময়ূরী নাচে
নিত্য নতুন ছন্দে ।
অজানা সব ভাব নাচে, কথা নাচে
নাচে মহানন্দে ।


গ্রীষ্মের দাবদাহে, প্রকৃতির সন্তানেরা
যাত্রা করেছে শমন ।
তপ্ত ধরনীকে শীতল করতে
হয়েছে বর্ষাগমন।