বোকা বোকা কথা বলি
             নইকো আমি বোকা,
সবার সাথে ঘুরি-ফিরি
             থাকি আমি একা।
পিতা-মাতা নেইকো আমার
              নেইকো আপনজন,
সারাটাদিন ঘুরে বেড়াই
               বোকি সারাক্ষণ।
কত মানুষ যায়-আসে
                কত মানুষ দেয়,
কত মানুষ ঘৃণা করে
                মুখ ফিরিয়ে নেয়।
আমার জীবন এমনই যে
                সবার কাছে পাই,
হাত বাড়ালে পকেট ভরে
                 মনটি ভরে নাই।
আমায় মানুষ দয়া করে
                 এই সমাজে রাখে,
ছোটো-বড়ো শিক্ষা নিলো
                 আমার জীবন দেখে।
আমার কোনো নেইকো আবাস
                  নেইকো থাকার স্থান,
পথই হলো আপন বাড়ি
                  আসল বাসস্থান।
আমার কোনো নেইকো বাড়ি
                   নেইকো কোনো গাড়ি,
তাইতো আমার নাম দিয়েছে
                    পথের ভিখারি।