তোমায় কেন এত আমার ভালো লাগে
        তুমি কি বলতে পারো?
এই নির্জন দিবসে, উজ্জ্বল রশ্মির আবেশে
স্রোতস্বিনী গঙ্গার তীরে যখন বসিয়া থাকি
তখন তোমার এই শ্রাবনধারা-
আমার অন্তরের মধ্য দিয়ে বয়ে নিয়ে যায়-
প্রেম-ভালোবাসার এক অফুরন্ত উচ্ছ্বাস,
        তুমি কি বলতে পারো?
তোমায় কেন এত আমার ভালো লাগে ?


আমার মন কেন তোমার পথের দিকে চেয়ে থাকে
         তুমি কি বলতে পারো?
যে নিস্তব্ধ গতিহীন পিচঢালা পথে
তোমার নিত্য আনাগোনা চরণে,
সেই চরণের দুটি নপূর-নিক্কন
স্বশব্দে আমার মনের মধ্যে বেজে ওঠে,
তৎক্ষনাৎ আমার হৃদয়ের অফুরন্ত আবেগ
শ্রাবণধারার মতো বয়ে চলে-
নির্জন, নিস্তব্ধ, গতিহীন পথের দিকে।
      তুমি কি বলতে পারো?
আমার মন কেন তোমার পথের দিকে চেয়ে থাকে?


দিন যায়, মাস যায়, বছর গড়িয়ে যায়,
আমার মনের ভাষা যেন কিছু বলতে চায়।
           কেন এমন হয়,
       তুমি কি বলতে পারো?
শরতের আগমনে আমি পাইনিকো শিউলীর গন্ধ,
আমি হারিয়ে ফেলেছি, আমার হৃদয়ের ছন্দ।
আমার হৃদয় যেন উথাল-পাথাল,
বুনে দিয়ে যায় ভালোবাসার জাল।
     আমার কেন এমন হয়
     তুমি কি বলতে পারো?
আমার মনের ভাষা কী বলতে চায়?
তবে এটা কি ভালোবাসা না আশা...