তুমি কবে আসিবে এই সবুজ পৃথিবী্তে?
কবে আবার দেখা হবে দুজন-দুজনের
      আমি সেই আশায় আশায়
      বসিয়া থাকি নীরব ভাষায়,
লিখি যে শুধুই তোমারই কবিতা
তুমি কবে আসিবে এই সবুজ পৃথিবী্তে?


আকাশের দিকে দৃষ্টিপাত করিয়া
বসিয়া থাকি মনের দরজা খুলিয়া।
যদি কোনো দিন ভুল করে এ পথ ধাও
সে দিন তোমায় রাখিব বন্ধ করে
      আমার মনের গহনে
     ভালোবাসার অন্তরালে।
তাই খুলিয়া রাখিলাম, আমার মনের দরজা ।
তুমি কবে আসিবে এই সবুজ পৃথিবী্তে?


ঝড়, জল, বন্যায় যদি কোনো দিন
এদেশ ভাসিয়া যায়, ডুবিয়া যায়,
তবু জাগিয়া থাকিব তোমারই প্রতিক্ষায়।
যদি কোনোদিন এই সন্ত্রাসের রাজত্ব ,
     এদেশ ধ্বংস হয়ে যায়
     তবু নয়ন খুলিয়া থাকিব
তোমারই এই অনন্ত পথ চাহিয়া ।
তুমি কবে আসিবে এই সবুজ পৃথিবী্তে?