আকাশের তারারা এখনো রয়েছে জেগে 
এখন আমি বসে আছি সবুজ নরম ঘাসে ।
চারিদিকে আঁধারে ঘেরা ঝিঝির ডাকে ,
চোখ চেয়ে থাকে অসীম কালো আকাশে ।
বিলীন হয়েছি আমি শুধু আমার থেকে,
তখন ও আকাশে তারারা রয়েছে জেগে ।


আকাশের তারারা এখনো রয়েছে জেগে 
যখন আমার মন হৃদয়ে ছবি আঁকে ।
কোনো এক রমনী এই আঁধার রাতে ,
একা যেন বসে আছে পৃথিবীর বাঁকে ।
তাঁর এলোকেশী এলিয়েছে আমার 'পরে
তখন ও আকাশে তারারা রয়েছে জেগে ।


নিরব নয়নে দেখি তার আগমন
প্রকৃতি মায়ার খেলায় মেতেছে  তখন ।
চারিদিকে আঁধার ঘেরা নিশিযাপন
যেন আমায় চুমা দেয় রমনী তখন 
আমার মুখের 'পরে, চোখের 'পরে---  
আমি দেখি তারারা তখন ও রয়েছে জেগে।


              ---------_---------