১।।
আমাদের প্রথম কবে দেখা হয়েছিলো তা মনে করতে গেলে,
মনে করতে হবে বর্ষামুখর সন্ধ্যা কে।
আর বর্ষামুখর সন্ধ্যা কে মনে করতে গেলে, মনে করতে হবে সেই বৃষ্টিভেজা পথকে।
আর সেই বৃষ্টিভেজা পথকে মনে করতে গেলে, মনে করতে হবে সেদিন সপ্তাহের কোন দিনটি ছিলো।
এভাবেই মনে করতে হবে, কি থেকে কি হয়েছিলো?
তাই এই ভরা সন্ধ্যেয় আমি আর মনে করতে চাইনা।



২।।।
আর কিছু নাইবা পারো
দিতে পারতে কিছু আশা।
আর কিছু নাই বা পারো জাগাতে পারতে না পাবার নিরাশা
তুমি কত কিছুই পারতে
তারপরও তুমি না পারাদের দলেই থেকেছো চিরকাল।



৩।।
ধু-ধু মাঠে শুধু ঘর; তার পাশে থাকে পড়ে, তোমার ফেলে দেওয়া আকাঙ্খার চাদর।


তুমি তো একা নও!
একা হওয়া খুব সহজ নয়।
তুমি কি ভুলে গেছো
একা হতে গিয়ে তুমি নিরবতা খুজেছো কতকাল।