যদি প্রলাপ লিখে থাকি তাতে দোষের কি আছে?
আমি তো আর পরস্ত্রী নিয়ে পার্কে ফষ্টি-নষ্টি করছিনা।
যদি বেসুরে গেয়ে থাকি রবীন্দ্র-গীতি তাতে হাসির কি আছে?
আমি তো ওয়াইন গ্লাসে ওরাল সেক্স করছিনা।


দুর্বল শব্দ চয়ন; যদি বিছিন্ন ভাবনা হয়-
আবেগের সস্তা কথা যদি আকাট-অকাব্য হয়;
হোক তাতে!
তবুও ঘুড়িয়ে-পেঁচিয়ে যৌনতা’র শব্দ শৈলীতে হাফ চটি লিখব না।


থাকুক কালজয়ী শব্দটি পণ্ডিতের ঝুলিতে লালন করুক সে।
আমার তাতে কি-যায় আসে?
আমি শুদ্ধতায়, বিশুদ্ধ প্রলাপ লিখব-
না হোক তা শিল্পের মানদন্ডে দন্ডিত কোন কিছু;
তবুও লিখব প্রলাপ, যেমন লিখছি এখনও।



____________________________
সুসং নগর থেকে