ফিরে এসো
তবু ফিরে এসো, একরাশ স্বপ্ন কুড়োতে।
তবু ফিরে এসো
চেনা উঠোনে, জ্যোৎস্না স্নানে
ফিরে এসো, ফিরে এসো
ফিরে এসো দুটি হাত ধরা, একটি পথের নিমন্ত্রণে।
নয়তো ফিরে এসো, তোমার আমার স্মৃতির বাহুডোরে
ফিরে এসো তুমি, আমার গানের সুরে
ফিরে এসো তবু, শরতের আকাশ জুড়ে
তুমি এসো, শূন্যতার অগোচরে
কলরবের ভোর হয়ে এসো
সূর্যাস্তের সন্ধি হয়ে এসো
এসো ঘুম জড়ানো চোখের, সেই ঘুম ভাঙ্গানিয়া হয়ে
ফিরে এসো,জাগ্রত তুমি
আমার স্বপ্নহীন ঘুমের, স্বপ্ন চিলেকোঠায়।