ওপারের মেঘ,তুমি ফিরিয়ে নাও
এপারের আকাশ।
আমি আমার আকাশকে আজ
ফিরিয়ে দিলাম।
অভিসারিনীর আকাশ নিতে।
দুঃখী মেঘ,তুমি আমার আকাশে থাকো।
জল রোদ্দুর আর তোমার নূপুর
একলা আমার, মধ্য দুপুর
ভীড়োনা আর; অপলক জানালায়
হারাই না আর, কলমের সীমানায়।
এসো তবু, মিছেমিছির অভিমানে
সুখ পাখির, পথ পানে।
যদি দেখো ডেকে, আমার আঙ্গিনায়
অশ্রু হয়ে, ডাকছি তোমায়
তখন বৃষ্টি হয়ে, একটু ঝরো।
ওই আকাশের
না ছোঁয়া ভালবাসায়।
ফিরে এসে, মিশে যেও
এপিটাফের
স্বলিখিত বৃষ্টিকথায়।