শব্দ বালিকা
তুমি সেই প্রেমিকা, যাকে বলা হয়না
ভালবাসি।
তোমার
বিমূর্ত প্রকাশে
সৃষ্টি থেকে বিনাশ হয়।
তোমায় ভালবেসে, প্রকাশিত কলরব
জন্ম, মৃত্যু, ভালবাসা।
তুমি নিরন্তর সেই পাখি
মুক্তবাক।
শেষের জানা নেই; শুরুর জানা আছে।
জানি, শেষের পরেও তুমি
পথ ভোলা পথিকের; সেই শব্দ হয়ে আসবে।
শব্দ হয়ে তুমি
শব্দ হয়েই রবে।
অগোচরে, আনন্দে, অভিমানে
আত্মকথায়।