তুমি ছুঁয়ে দাও একটি কাগজ
নাহোক সেটা, কবিতার পাতা।
তবু তুমি কবিতা হও, কবির না হয়ে আমার কবিতা।
না লেখা হয়ে রও, লিখিত হৃদয়ের
অলিখিত কবিতায়।
তুমি তাই হও, যে তুমি
আমার তুমি
আমার না হওয়া তুমি
তোমার আমার তুমি।
ভোরের সূর্য না হও, ঘোর অন্ধকার হও
জানবো তোমার অন্ধকারেই, আমার আলোর স্বপ্নমেলা।
তুমি আমি হও, আমার তুমি না হও, তোমার আমি হই
সেই রাত, নামুক প্রভাত
নতুন আলোয় বলবো, ফিরে চেও না
শুধু জেনে রেখো
আমার তুমি।