তোমার চুম্বন গুলি মহুয়া ফুলের
মতো, টুপ্ টুপ্ ঝরে পড়ে
স্মৃতির ভেতর আর স্বপ্নের ভেতর
রাতভোর ।


প্রথম সূর্যের ছোঁয়া লাল
করে দিয়ে গেলে ধরণীর মুখ-...
চুম্বনের ফুলগুলি,
একে একে গুছিয়ে তুলি-
বেলা হলে তারা সব মদ
হয়ে যাবে ।


তাড়ির নেশায় বুঁদ
বাকিটুকু দিন কেটে যায়...
জলছবি হয়ে যায় চারপাশ
মানুষ স্বজন;
জলকাটা ঘোলা  চোখে
কী আনন্দে দিন কাটে!....


রাত এসে গেলো এই..
তেমন তো দেরী নেই...
তীব্র সুখ আশায় আশায় !