চলি ফিরি....


ছায়ার মতন একখানা রূপ
চোখে লাগে....


অর্ধ ডুবে আছে পাট,
পানসী একখান্- ইতঃস্ততঃ ভেসে যায়
কোজাগরী চাঁদ বুকে ধরে;-
দাঁড়ের আহ্লাদী স্পর্শে
নবতী বধূর মতো
পাটপাতা নুয়ে নুয়ে
মুখ ঢাকে জলের চাদরে।
দূর প্রান্তে -ঝাপসা সুখে -জীন পরী
অবয়বে দোলে।
আগরবাড়ির ওঝা
ভূত ঝাড়ে-মন্ত্র পড়ে
তীব্র পিছা মারে।
বুক শুধু ফেটে যায়
বিরহ কামড়ে।
রায় বাড়ি হুলুধ্বনি বাজে।
চলি ফিরি..
এই সব জলছবি
পিছে পিছে ঘোরে।