চলে যেতে যেতে-
ফিরে যেতে যেতে-
ফিরে তাকানোর স্পর্ধায়-
অন্তিম বর্মটি-
কাঁচের দেওয়াল যেন-
চূড় চূড় চূড়।
সেই থেকে-
হা-হা-বুকে -
জীবন যাপন।
যাপিত জীবন চোরাবালি-
অকালের বন্যা হয়ে-
অনাবাদী নোনা জলে-
থই- থই-
অথৈ সাগর।।