প্রদোষের ছায়া ঘন হলে,
নিদাঘ তীব্রতা নিয়ে
মধ্যাহ্ন বিখরে-
প্রথম কৈশোর যেন
কি উল্লাসে -
কাটাকুটি খেলে!
অর্ধ প্রত্যূষ এলে,
হাতময় লেপে থাকে
অসীম শূন্যতা।
বাতাস হিমেল হোলো।
বরফ বিবরে যায়,
কাতর নাগিনী শীতঘুমে-
উষ্ণতার ওম্ স্মৃতি
পাঁজর অন্দরে।।