মধ্যযামে-নিঃশব্দ পতনশীল বরফের কানে,
'ভালোবাসি'-বলেছো কখনো?
স্তব্ধ হৃদয়ে হাত রেখে-ভরিয়েছো কুহকী আদরে?
ওষ্ঠ অধর দুটি রেখেছো কি বুকের উপরে?
চলো যাই মধ্যযামে-ঘরশূন্য আমরা দুজনে-
বুক খুলে পেতে দিই-ভরে নিই বরফ বরফ,
বারবার বলে যাও-'ভালোবাসি','ভালোবাসি'
উষ্ণতায় বয়ে যায়- প্রাক্ ইতিহাস ছোঁয়া লবণ সাগর।