কেমন রয়েছো এই 'বসন্তবর্ষা'য়?
ট্রামে-বাসে-
শহরের দূরে ও অন্তিকে?


এখানে হিমেল হাওয়া
হিম্ হিম্ বুক ছুঁয়ে থাকে।


হোমাগ্নি শেষের ধূম যেন,-
একলা একেলা পথে
দিশাহীন কুয়াশারা
ভালোবেসে হাত চেপে ধরে।
ধূসর তুলির রঙে,
তোমার মুখের ছবি
বরফ বুলিয়ে আঁকে-
অশ্রুশূণ্য কান্না আনে-
সূর্য পাটে গেলে।


তুমি তো এখানে নেই।


কেমন রয়েছো তুমি
ঢেউয়ে মোড়া বসন্তের
তপ্ত আমেজে?


কেমন রয়েছো তুমি
বসন্তের বর্ষণ আবেগে ??