আমি জানি-
শান্তির বিপরীতে যুদ্ধ থাকে,
সুখের বিপরীতে দুখ,
বাস্তবের বিপরীতে কল্পনা,
প্রেমের বিপরীতে বিরহ যন্ত্রণা।


জানি-
বন্ধুর বিপরীতে শত্রু থাকে,
আপনের বিপরীতে পর,
যুক্তির পিঠে পাল্টা যুক্তি,
অর্থের বিপরীতে জ্ঞান।


জানি-
ধর্মের বিপরীতে আছে অধর্ম,
আস্তিকতার বিপরীতে নাস্তিকতা,
স্ট্যাডি স্টেটের বিপরীতে বিগ ব্যাং,
ক্রিয়াবাদীর বিপরীতে দ্বান্দ্বিক।


হ্যাঁ আছে-
জীবনের বিপরীতে মৃত্যু,
শুরুর বিপরীতে শেষ,
উত্থান আছে বলেই পতন,
আঁধার আছে বলেই আলো,
একসাথে আছি বলেই-
আছে কিছু দ্বন্দ।।