আপনি বলুন মু'মিন নারীদের
যেন, দৃষ্টি নিচু করে,
লজ্জাস্থানের হেফাজত আর
সৌন্দর্য আড়াল করে।

শরীরের যে অংশ তাদের
এমনিতেই খোলা থাকে,
অপরাধ হবে না যদি তারা
সেটুকুই খোলা রাখে।

বুকের উপর ওড়না দিবে
সৌন্দর্য রাখবে গোপন,
তাদের সামনে যাবে যারা
একান্তই শুধু আপন।

স্বামী, বাবা, শ্বশুর, ছেলে,
ভাই, ভাইয়ের ছেলে,
বোনের ছেলে, সাধারণ মহিলা,
স্বামীর আগের ঘরে ছেলে।

অধিনস্ত সেবিকা দাসী,
পুরুষ আছে তারা
নারীর সাথে মেলামেশার
কামনা করে না যারা।

গোপনাঙ্গের জ্ঞানহীন শিশু
যারা কিছুই বুঝে না,
এদের ছাড়া অন্য কোথাও
সৌন্দর্য প্রকাশ করবে না।

এমন করে হাঁটবে না যাতে
সৌন্দর্য প্রকাশ পায়,
পায়ের আওয়াজে গোপনীয়তা
পুরুষের কানে যায়।

গুনাহর জন্য সর্বদা মুমিন
তওবার পথ ধরো,
নাজাত পাবে রোজ হাশরে
এমন আশা করো।

সুরা আন-নূর -৩১