হাড় কাঁপানো শীতের মাঝে, শ্রাবণ দিলো দেখা,
আকাশ জুড়ে কালো মেঘে, কাল বৈশাখী লেখা।
এ কোন কাল এলো এবার মাঘেও বৃষ্টি ঝরে,
সব মানুষের চিন্তা এখন, বিপদ আসছে তেড়ে।
বৈশাখে ঝড় নিত্য হলেও ,মাঘে ট্রলার ডুবে,
এক দুই নয় ,১৮ ট্রলার, বুঝবে কী আর সবে!
সুন্দরবনের দুবলার চরের বাসিন্দা ছিলো তারা,
সাগরে নেমে অথৈ জলে হারিয়ে গেলো যারা।
উদ্ধার কাজ চলছে তবুও, ভয় ধরছে মনে,
কী হলো তাদের, আছে কেমন কে বা তা জানে?
এক কোটি বা দুই কোটি, হলো তাদের ক্ষতি,
ক্ষতির বোঝা মাথায় নিয়ে, কাঁদছে কৃষক অতি।
গাছ কাটছো ইচ্ছে মতো, জ্বালাও দিবা-রাতি,
কালো ধোঁয়ায় ভরছো জগত, পুড়িয়ে গাছ অতি।
শহরায়ণ, নগরায়ণ আর হচ্ছো তো খুব ধনী,
শান্ত পরিবেশ নষ্ঠ করে করছো অনেক ঋণী।
বদলাও নিজে বাঁচাও দেশ, বিশ্ব হবে সবুজ,
তারপর না বাঁচবে তুমি, শুনো ওরে অবুঝ।
মাঘে হবে ঝড় বৃষ্টি আর চৈত্রে হবে শীত,
ধরনিতে আর কখনো সুখের হবে না  গীত।
এসো সবাই নতুন করে সবুজ করি ধরা,
বাঁচার জন্যই হোক না তবে এই পৃথিবী গড়া


*মাঘে অনুভব হবে হাড় কাঁপানো শীত। সেটি না হয়ে হচ্ছে কাল বৈশাখী ঝড়। গত পরশু সুন্দরবনের দুবলার চর এলাকার ১৮ টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে দুই কোটি টাকার বেশি ক্ষয়-ক্ষতি হয়েছে। দুই জন জেলে রয়েছে নিখোঁজ। কৃষকের ফসলের ক্ষতি হচ্ছে নিত্য। প্রকৃতির এই নির্মমতায় হতবাক সমস্ত মানব সমাজ। অথচ করণীয় তাদের কী??