এই তো সেদিন মোখা নিয়ে
চলছিলো খুব বিতর্ক,
আসবে কী আসবে না সে,
কতরকম সতর্ক।


সবার মাঝে ছিলো তখন,
অন্য রকম আতংক।
সৃষ্টি কর্তার কদমে পড়ে,
ছিলো মানুষ অসংখ্য।


মহান আল্লাহ ক্ষমা করলেন,
বাঁচালেন সব পক্ষ।
মানুষ বড় অকৃতজ্ঞ; বলে,
নেতা তাদের দক্ষ।


এখন দেখো সকাল রাতে
ঝড়-বৃষ্টির সখ্য,
মেঘ না দেখতে বৃষ্টি হচ্ছে
করেছেন কী লক্ষ্য.?


আম পড়ছে গাছ পড়ছে
ভাঙছে ঘর-কক্ষ,
দেশের অনেক জেলায় জেলায়
চলছে ধ্বংসযজ্ঞ।