চোখের তলে পাপের আখড়া,
মনের তলে ডুব,
সখের চালে মন পাগলা,
নিত্য মরে খুব।


মনের সাথে যুদ্ধ চলে
দেহের সাথেও তাই,
নিজের গোরে আজাব ভরে
সকাল বিকেল যায়।


হাতের কামাই মুঠোয় পুরি
আঙ্গুল তুলি ধায়,
আমার মতো সাধু পুরুষ
এই ভূবনে নাই।


নিজের বুনন শিল্প যখন
অন্যে দেয় ধরি,
ভণ্ড হৃদয় হয় না সদয়
নিত্য লাজে মরি।