রাত  যে গেলো এপাশ ওপাশ
ছোট্ট ছেলের জ্বর,
গায়ের তাপে আগুন পোড়ে
সবাই দিবেন বর।


দিন ভালো তো রাত যে আধার
চিন্তা অনেক বেশি,
রাতের মালিক আলো দেখাও
একটু এবার হাসি।


জীবন জুড়ে কী যে ঘটে
জানার সাধ্য কার?
মুখে কত খাবার তুলি
অন্তরে নেই আহার।


অন্তর যেন কুৎসিত কালো
বাইরে সূর্যমুখী
হাটতে চলতে দেখে যারা
সবাই ভাবে সুখী!


কাজে কর্মে জীবন পার
আমলনামা খালি,
পরপারের সওদা কোথা?
শুধুই হাতে তালি!


কোন পাপে যে কোন কারণে
এত বিপদ আসে!
সুস্থ মনে বিবেক দিয়ে
ক'জন হিসাব কষে??


আমার পাপের চাকার তলে
নিজেই পিষে মরি,
আসুন সবাই সকল কাজে
মহান রবকে স্মরি।