অনেকদিন পর কথা হলো,
অনলাইনে মেসেজে,
কেমন আছো?
ভালো, তবে মন ভালো নেই।


জানতে চাইলাম, কেন?
মন ভালো নয় কেন?


মন খারাপের কোনো
কারণ নেই!
মনগুলো এমনিতেই খারাপ থাকে।


উত্তরে মন খুশি হলো না;
জানতে চাইলাম,
মন খারাপের কারণ জানার
অধিকারও কি নেই?


মন ভালোর জন্য তো
নিজেকে এগিয়ে আসতে হবে।
মন খারাপ করে থাকলে
মন ভালো হবে কেমনে?


সম্ভবত টাইপিং ক্ষমতা হারিয়ে,
ভয়েস দিলো।


কাঁদো স্বরে,
ভাঙা গলায়...


"সমাজের কাছে তো ধরা তাইনা?
না জানি পড়ালেখা বেশি,
না জানি কোনো কর্ম,
না জানি অন্য  কিছু।


না আছে বাপের কোনো ধন সম্পদ, না আছে নিজের কিছু,
এগোতে গেলে-তো
কারো হাত ধরা লাগে,
তাইনা!
একা একা এগোনো যায়না! "


কান্নার শব্দ ভয়েসকে,
পাষাণ করে দিছে,
তার ভয়েস, হৃদপিণ্ডে হাতুড়ি মারছে।


নিস্তব্ধতার আঁধারে নিজেকে
নিরবিচ্ছিন্ন ছেড়ে দিলাম,
তারপর আবারও শুনলাম।
সে বললো,


"আমার জীবনে আসলে
কোনটাই নাই,তাইনা?
আমি কীভাবে
আমার মনকে ভালো করবো?"


ভাবনার দেয়ালে;
সহস্র কলমের কালিলেপন,
কামনীয় সৌন্দর্যের দীপ্তি নিয়ে,
সংসার সাগরে ডুবে থাকা,
ষড়ষীর জননী কী চায়?


জীবনে সফলতার পিছনে
মানুষ কতো ছুটে?


ভয়েস থামলেও মন থামে না,
চিন্তার পঙ্খি রাজ ঝাপটাতে থাকে,
কার হাত কত উত্তম?
সেটি জানতে,
নিজেকে খুঁজতে!
কত সুবাসে নিজেকে হারাতে হয়?