পিপাসা!
কারণে অকারণে বাড়ে,
প্রখর রোদ্র বা রিমঝিম বৃষ্টি,
তৃষ্ণা বাড়ে।


পিপাসায় গলা শুকিয়ে যায়,
চোখে দিয়ে নিবারণ করি,
অনন্তরের ন্যায্যতা।
কথার আগুনে পুড়ি,
জ্বলতে থাকি,
সহস্র নেত্রের
প্রখরতায়,
আপনাকে হারায়।


ঝিরিঝিরি বৃষ্টির ছন্দে
কম্পন উঠে,
প্রতিটি কোষের ভাজে।
তরুলতার মতো ভিজে
নরম হয় হৃদয়।
পৃথিবী কাঁধে নিয়ে
নিরবে চলি।
পিপাসা বাড়ে.....