ভাইরাল  জিনিসটা
একেবারে মন্দ না,
উপকার যায় হোক
একেবারে স্বল্প না।


ভাতের বিনিময় পড়ানো
তার কথা ভুলবো না,
তার ভাইরাল হওয়াটা
বৃথা শুধু গেলো না!


এক বোন ভাইরাল,
সার্টিফিকেট পুড়লো না?
বয়স গেলো তবু আজও
চাকরি তার জুটলো না।


লাইভে কতো কথা,
সার্টিফিকেট দরকার না।
আগুনে পুড়ালো সব,
ভবিষ্যৎ  ভাবলো না।


জানলো সরকার সব,
পরের গল্প মন্দ না,
চাকরি দিয়ে দিলো,
পুরলো মনোবাসনা।


তাই বলি আজ কাল,
ভাইরাল ভাই মন্দ না,
কে কখন খুশি মনে,
পুরাবে মনের কামনা।


সার্টিফিকেট পুড়াবো,
নইলে চাকরি হবে না।
এ কথা ভাবলে কেউ
একটু অবাক হবো না।