শীত! তুমি আমাকে স্পর্শ করো,
আরো সুন্দর করে!


মোটা কম্বলের নিচে শুয়ে থাকি,
আর প্রশান্ত চিত্তে প্রিয়সীর হই।
কম্বলের নিচে প্রিয়সীর সুঘ্রাণ আছে।
আমার নাকের পথে পথে
প্রিয়সীর মিহি চুলের মৌ মৌ ঘ্রাণ।


এই কম্বলের নিচে,
রাতের সাথে সাথে কর্ণকুহরে
প্রিয়সীর পুষ্প-কমল চরণের নরম শব্দ
শ্রবনেন্দ্রীয়কে মোহনীয় করেছে।


শীত! তুমি আমাকে স্পর্শ করো!
আরো সুন্দর করে!