আমরা, কে কোথায় ?
হুক তোলা রিকশায় কি আর তোমাকে পাবো ?
চড়া রোদে তোমার মাথায় কাপড়
ছায়ার সাথে পথ চলা
আবার কবে হবে দেখা !


আমরা কি ফিরে পাবো
সেই রৌদ্র ছায়া সবুজ পথের দিশা !!
আমরা কি ফিরে পাবো সেই তোমার কাঁধে আমার মাথা !


হয়তো ফিরে পাবো নীরব নির্জন এক দুপুর বেলা
নয়তো সবুজ হালকা শীতল শুভ্রতা ।
সময়, আমরা, কে কোথায় ?


কাঁদার যদি ইচ্ছে হয় কাদোঁ
যমুনার মতো ভাসো
করতোয়ার মতো শুকিয়ে যেও না।
উদাস যদি হতে হয়, হও
ভাবুকের মতো ভাব
কাদামাটির মত মিলিয়ে যেও না।


দূরত্ব, আমরা, কে কোথায় ?
"নীলিমার বুকে কালিমা ছুঁয়ে লিখ
ভালোবাসি লিখ
নয়তো লিখ একটি ফুলের নাম
বেলি ফুল তোমার অনেক প্রিয়।"