কাল থেকে না হয় অন্য দিগন্তে সূর্য হবে তুমি
না হয় অন্য ভোরের পাখি হবে, অন্য সুরে কথা কবে
ভিন্ন ছোঁয়ায় ভুলে যাবে অতীত
পিছুটান সব ছিঁড়ে যাবে-শিকর যেমন আঁকড়ে ধরে মাটি
"আমাকে ভুলে যেয়ে ভেবে দেখ
একদিন তো আমারি ছিলে।"