এই প্রেম ধূমকেতু হয়ে যায়,
আলোকবর্ষ দূরে
আলো আর জ্যোৎস্নারা মিলে যায়
সমুদ্রের লোনা জলে।
ক্ষণস্থায়ী প্রেম বয়সের ভারে নুয়ে পড়ে
কৃষ্ণচূড়া ফুল ফোটে
তোমার মাথার সাদা চুলে;
তখনো তোমার স্পর্শ আমি টের পাই
আমার ঝুলে পড়া চামড়ার ফাঁকে ফাঁকে
তোমার যে চোখ আছে, জল আছে
পারলে আমাকে কয়েক ফোটা জল দিও,
তবে জলে যেন আন্তরিক লবণ থাকে।