বিয়ে করবো ।
একটা বারান্দা থাকবে
রাতে তুমি কফি খাবে
আর আমাকে কবিতা শোনাবে ।
তোমার কফিতে আমারো ভাগ থাকবে ;
বারান্দার এক কোণায় লতানো সবুজ গাছ থাকবে ।
দু'টা বাজরিগার পাখি থাকবে ;
পাখি গুলো অনেক কিচির মিচির করবে
আমার অনেক ভাল লাগবে ।
তুমি মাঝে মাঝে বিরক্ত হবে ;
আমি তখন খাঁচায় ঝাকুনি দেব
যেন ওরা আরো শব্দ করে ।
তুমি রেগে গেলে চিমটি দিব অনেক জোরে ,
আর চিৎকার করলে চুমু দেব তোমার ঠোঁটে ।
এখন যাও তুমি
আচ্ছা -
যাও না কেন !
যাচ্ছি -
ভালোবাসো তো !
হ্যা
কি হ্যা !
"ভালোবাসি।"