মৃত্যুর নগরীতে আজ  ক্ষুধা
হাহাকার জীবন ফুটন্ত মেঘ
জলরাশি গুলো কিউবিক আকারে ঘুরছে
অশ্রু বিষাদ যাবে আজ আমার শহরে ।


রাস্তায় লোনাজল শ্যাওলায় বাসা বেঁধেছে
অশ্রু বিষাদ যাবে আজ আমার শহরে ।


কেউ কোথাও নেই তবু কিছু আছে বাকি
যেটুকুই আছে সেটুকু নিয়ে বাঁচি
নীরব দুপুরে ব্যস্ততা হারিয়েছে পথ
অফিস-আদালতে কাঠ কয়লা খড়
টঙের দোকানটাতে পাখি বেঁধেছে বাসা
হোটেলের মোড়ে মোড়ে সবকিছু আজ ফাঁকা
রাস্তায় নির্জন কষ্ট বাসা বেধেছে
অশ্রু বিষাদ যাবে আজ আমার শহরে ।


চার দেয়াল জুড়ে আজ হরেক রং,
সব হৃদয় যেন কাফনে মোড়ানো কফিন
চোখ জুড়ে ডুকরে কেঁদে ওঠা আবেগ
এমন তো কথা ছিল না
অশ্রু বিষাদ যাবে আজ আমার শহরে ।


সুখের আশায়
এক চিলতে রোদের আশায়
অশ্রু বিষাদ যাবে আজ ... !