কি নিদারুণ শূন্যতা
কি নিদারুণ একাকীত্ব
একদিন চারপাশে কত প্রিয়জনের সাথে কেটেছে সময়;
ছল ছল পানিতে মুক্ত বাতাস উড়িয়েছি
একদিন ডাক নামে ডাক তো হাজারো মানুষ
তবে আজ কেন একা? একেবারেই একা ?
খোঁজে না কেউ আমায় ।
আজ বিকালে বাহিরে অনেক কোলাহল,
পাড়ার গিন্নিরা সব বাহিরে এসেছে
কতই না আলাপ হচ্ছে
ছেলে পেলেদের দল মাঠে নেমেছে
বাহিরে কত আনন্দ, যেন মুক্ত জীবন ।
চার দেয়ালের ভেতর থেকে বাহির বরই সুন্দর মনে হয় ।
মনে হয় আমিও তো একদিন ছিলাম ওদের দলে
আমারও তো ছিল তারুণ্যের উন্মাদনা
আজ আমি একা- একা একটি মানুষ !
বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে
জানালার হালকা আলো উঁকি দেয় আমার ঘড়ে
চোখে চশমাটা পরে তাকিয়ে রই জানালার ফাঁকে
শ্যাওলা পরা দেয়ালটা উঁকি দেয় চোখে-
"হাজারো কষ্টে ভরে গেছে অভিমান
আমি ও তো মানুষ, তাই বেচে আছি নিরুদ্দান ।"