তোমাকে হারানোর দিনে আমি শূন্য
শূন্যতায় ফেলে দিয়েছি ভাঙ্গা স্বপ্ন।
জোছনার দিকে তাকিয়ে, আকাশের দিকে তাকিয়ে
পৃথিবী নিশ্চুপ, কেউ কিছু বলেনি
অসহায় চাহনি, ভেজা ভেজা চোখ।
ছুড়ে দিলাম যা তোমায় দিয়েছিলাম
ফেলে দিলাম যা আমায় দিয়েছিলে
ভোলা কি যায় এক বছরের স্মৃতি একদিনে;
তাই পুড়ে ফেলেছি স্মৃতিগুলো ডাস্টবিনে।
কথা রাখার মানুষ কথা রাখেনি বলে
কখনো কখনো জীবন থমকে দাড়ায়;
কাতর চোখে দাড়িয়ে দেখতে ইচ্ছে হয়
কিছুটা স্বর্ণালী দিন, ঝলমলে একদিন
যে দিন ছিলো তোমার আমার।
হাতের মাঝে হাত রেখেছি, চোখের উপর চোখ পড়েছে
দু'জনায় উড়াল দিয়েছি নিঃসঙ্গ কোন এক বনে।
ভুলে যেতে নেই, ভুলে যেতে দিও না
যা হারানোর তা হারিয়েছে
যা হারাবার তা হারাবেই
কেউ মনে রাখবেনা, পৃথিবী ভুলে যাবে
স্মৃতিগুলো খুজে পাবে, হয়তো দু'জনে দুরকম অন্যখানে।