ভোরের শিশির কণায় ঘাসের পাতায় পাতায় তোমাকে
                                              দেখেছি আমি।
জলে ভাসমান নীলপদ্মে তোমাকে
                                             দেখেছি আমি।
রাতের আকাশে শুকতারার পাশে তোমাকে
                                             দেখেছি আমি।
সাগরের তীরে দিগন্ত বেলায় তোমাকে
                                             দেখেছি আমি।
আয়নায় নিজ প্রতিবিম্বের পাশে তোমাকে
                                             দেখেছি আমি।
শয়নে, স্বপনে সর্বক্ষণে আমার জীবনে শুধু তুমি আর তুমি।
মায়ায়, ছলনায় কূহেলিকা রূপে; কোন্ মায়াজালে বেঁধেছ আমাকে,
এ জীবনে জানি পাব না কখনো; পরকালে যেন পাই গো তোমাকে।
এ মিনতি তব তরে আশার ছলনে।
জীবনে প্রতি পলে, প্রতি পদে, প্রতি পথে খাদে তুমি শুধু তুমি।
তাই আমার জীবনে তোমার তুলনা, তুমিই শুধু তুমি।