উৎসর্গঃ-
বিশ্ববিখ্যাত উর্দু কবি "প্রাচ্যের কবি" হিসেবে খ্যাত আল্লামা ইকবাল স্যারের ১৪৫ তম জন্মবার্ষিকীতে-


নিখিল ব্যাপিয়া জয় "মহাকবি ইকবাল"
                 ভারতের কবি,
                   উজ্জ্বল রবি।
তুমি এনেছিল উর্দু কাব্যে মোহিত কাল।


আজো আছো পাঞ্জাবের ঘরে, ঘরে,
                 অমলিন ছবি,
                  উজ্জ্বল রবি;
আছো বিশ্বের সকলের মানুষের অন্তরে।


তুমি এসেছিলে বলে পেয়েছে ধরা, কবি,
                তুমি দার্শনিক,
                  সত্য,সঠিক
জগতের মাঝে তুমি এক অনন্য অনুভব-ই।


আমি এক তরুণ কবি গাই তোমার গান,
               গজলের পাখি,
               মনে ছবি আঁকি;
তুমি চির অমর,কাব্যে সদা জাগ্রত প্রান।