তুমি আজ বড়াই করো অর্থের,ক্ষমতার,
কি তোমার শক্তিবল?কত সম্পদ তোমার?
গুনে দেখ তুমি,হিসেব করে দেখ একবার।


যা পেলে ওতে যদি তুমি গৌরব করো,
তবে তুমি বোকার স্বর্গে বসত করো,
কি অবাক হলে? অবাক হবে আরও।


তোমার আছে সামরিক শক্তি,তাই বল?
এই নিয়ে গৌরব তোমার এই তো সম্বল,
হাসি পায়,অবাক লাগে দেখে চলাচল।


তোমার বড় গৌরব বিদ্যা - বুদ্ধি নিয়ে,
তুমি যাবে সবার থেকে বিদ্যায় পেরিয়ে,
আমি বলব বড় কলুষিত তোমার হিয়ে।


ফিরে দেখো পিছনে,ফিরে দেখো একবার,
কোথায় আজ চেঙ্গিস,তৈমুর,কালাপাহাড়?
মিশে গেলো মাটিতে আজ তাদের সব হাড়।


তারা ছিল শক্তিধর তোমার থেকে আরও,
তাদের শক্তি আজ কোথায় বলতে পারো?
জানি,নেই বাক্ ছাড়ো তাদের কথা ছাড়ো।


তোমার বড়াই অনেক অর্থ,দামি বেশভূষা,
তবে তুমি জানেনা?কে ছিল "মানসা মুসা"
হাজারে দিত অর্থ পাহারা,হাজারে শ্রুষা।


তুমি করো বিদ্যার গৌরব,কত পন্ডিত তুমি?
তবে যাবে কই সক্রেটিস,অ্যারিস্টটল,রুমি?
আর্কিমিডিস,চানক্যসহ সবাই রয়েছে ঘুমি।


এই ধরায় গর্ব কিছুতে কারও মানায় নাই,
তাই, আজই তুমি ভূলে যাও সকল বড়াই।