তোমার জন্য হে,মানসী প্রিয়া!
আমি এসেছি যেন এ দুনিয়া।


শুধু তোমার-আমার সৃষ্টির জন্য,
এত সুন্দর নদ-নদী,পাহাড়,অরন্য!
আকাশ সেজে আছে অপূর্ব নীলে,
শাপলা,পদ্ম রোজ ফুটে থাকে বিলে।


গাছে গাছে পাখিদের মধুর কলতান,
ফুলে ফুলে ভ্রমর অলির গুনগুন গান।
প্রজাপতির দল উড়ে উড়ে চলে যায়,
হাওয়ার সনে ছন্দতালে রঙিন ডানায়।


তুমি এসেছো বলে আমি এসে,
সার্থক জন্ম,তোমায় ভালোবেসে।